শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৫

ময়মনসিংহে বিভিন্ন  শ্রমিক ও শ্রমিকের পরিবারকে সরকারের অর্থ সহায়তা

সেকান্দর আলী (ব্যুরো চীফ)

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১  

আজ ২৭ অক্টোবর ২০২১ তারিখ ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক মহোদয় ১০ জন সুবিধাভোগীর কাছে মোট ৫ লক্ষ ৮৫ হাজার টাকার ১০ টি চেক বিতরণ করেন। এর মধ্যে ০৭ জন শ্রমিকের চিকিৎসা বাবদ ৫ লক্ষ টাকার চেক, দুই জন শ্রমিকের সন্তানের উচ্চ শিক্ষার বৃত্তি বাবদ ৬০ হাজার টাকার চেক এবং একজন শ্রমিকের মৃত্যুজনিত আর্থিক সহায়তা বাবদ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। 

উল্লেখ্য যে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিক কল্যাণ তহবিল হতে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা, কর্মরত অবস্থায় কোন শ্রমিক মারা গেলে তার পরিবারকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা, কর্মরত কোন নারী শ্রমিক গর্ভবতী হলে তার আর্থিক সহায়তা বাবদ ২৫ হাজার টাকা, সরকারি মেডিকেল কলেজ, সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত শ্রমিকের সন্তান সর্বোচ্চ ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে।

এসব আর্থিক সহায়তা বা শিক্ষাবৃত্তির জন্য শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mole.gov.bd হতে বা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বা শ্রম অধিদপ্তরের স্থানীয় কার্যালয় হতে নির্দিষ্ট ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন দাখিল করতে হয়। দাখিলকৃত আবেদন যাছাই বাছাই করে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় হতে আর্থিক সহায়তার চেক ইস্যু করা হয়।  চেক বিতরণ অনুষ্ঠানে, ময়মনসিংহের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপমহাপরিদর্শক  জনাব বুলবুল আহমেদ  উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর